ডোমজুড়ের পর এবার উলুবেড়িয়া, সলপ। পয়গম্বর নিয়ে মন্তব্যের প্রতিবাদে দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ। অসহ্য গরমে চূড়ান্ত দুর্ভোগ।আন্দোলনের নামে অত্যাচার। এই ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। গোটা রাজ্যের আইনশৃঙ্খলা হাতের বাইরে। আমি সকাল থেকে রাজ্যপালকে জানিয়েছি এখনি সেনা নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কথা।'
